সম্প্রতি ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অঙ্কুশ। এ কী হল অভিনেতার? কেনই বা এমনটা ইচ্ছা হল তার। এসব জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও পোস্ট করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা।
বিষয়টি একটি খোলসা করে বলা যাক, হ্যালোউন উপলক্ষে নানা মজার মজার ছবি পোস্ট করেছেন অভিনেতা। নিজের ইনস্টাতেও বিভিন্ন মুডে দেখা গেল অভিনেতাকে। নানা ফিল্টারে একের পর এক ছবি শেয়ার করেছেন অভিনেতা। কখনো কানে ঝুমকো, টায়রা-টিকলিস কখনো লাল লিপস্টিক পরে, আবার কখনো বিনুনি বেঁধে, আবার গোলাপী চুলে সুন্দরীর বেশে নজর কেড়েছেন। তবে সব সাজের মধ্যেও গোঁফটা কিন্তু রেখেই দিয়েছেন।