নিজস্ব প্রতিবেদক :- এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাজী জাহাঙ্গীর হোসেন,পিতা : মৃত আব্দুল ওহাব,মাতা : সালেহা বেগম, বর্তমান ঠিকানা : বাড়ী নং পি-১৫০,বাঁশতলা মসজিদ,দক্ষিণ বাড্ডা, থানা- বাড্ডা, ঢাকা।
তাকে ইমসনুয়েল ব্যাংকুয়েট হল ১ নং এবং ইমানুয়েল ব্যাংকুয়েট হল ২নং তে কর্মরত থাকাবস্থায় জাল স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা, আত্মসাত, চুরি এবং চাঁদাবাজির দায়ে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার পদ হতে অপসারণ করা হয়েছে। এ ব্যাপারে গুলশান থানায় গত ২৩/১২/২০১৯ইং তারিখে একটি মামলা দাখিল করা হয়েছে, যাহার মামলা নং ২৫/৩৯২। সে বর্তমানে অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নন।
এ ব্যাপারে আমাদের জনান ইমানুয়েল ব্যাংকুয়েট হল – ১ এবং ইমানুয়েল ব্যাংকুয়েট হল – ২ এর মালিক ম্যানুয়েল গমেজ জানান, তার সকল গ্রাহক বৃন্দকে কাজী জাহাঙ্গীরের সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এবং এরপর কোন গ্রাহক আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার ইমানুয়েল কতৃপক্ষ বহন করবে না।