ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে বরগুনা উপকূলের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তাতে দুর্ভোগ বেড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের। বিশখালী, বলেশ্বর ও পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির তোড়ে বেড়ি বাঁধ ভেঙে এবং উপচে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবন যাত্রা থেমে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে ঘের ও পুকুরের মাছ, ক্ষতি হয়েছে জমির ফসল।
ঘূর্ণিঝড় ইয়াসে প্লাবিত এলাকাগুলোর পানি নামতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের, দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। পানির তোড়ে ভেসে গেছে দৈনন্দিন জিনিস পত্র। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ী। তাই একরকম অর্ধাহারে অনাহারে রয়েছে এসব এলাকার বাসিন্দারা। সংকট নিরসনে ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।