বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও তাঁর রত্নগর্ভা মায়ের জন্মদিন উপলক্ষে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব এর নেতৃত্বে বনানী চেয়ারম্যানবাড়ী একটি এতিমখানায় গোলাম রাব্বানীর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং এতিমখানায় খাবারের ব্যবস্থা করেন রবিউল ইসলাম সজীব।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে এ ভিন্ন আয়োজন সম্পর্কে রবিউল ইসলাম সজীব বলেন, মানবতার ফেরিওয়ালা গোলাম রাব্বানী ভাই তাঁর জন্মদিনে সবসময় মানুষের কল্যাণকর আয়োজন করে থাকেন আর তাঁর কাছ থেকেই অণুপ্রেরণা পেয়ে তাঁর সুস্থতা কামনায় আমার এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আন্টিকে বেহেস্ত নসিব করুন এবং ভাইয়ের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন,আমিন।