বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও জামিনে মুক্তির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে বলে দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, সেটা ছিল ‘ভুলবশত’।
রোববার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সরকার ও সংশ্নিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরার বিষয়েও ওই সভায় আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এতে আরও বলা হয়, স্থায়ী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ভুলবশত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মন্তব্য করা হয়।