1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

‘খন্দকার মোশতাকের ভাগ্নে ২৫ হাজার ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে’

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১১ বার পঠিত

‘২৫ হাজার ডলারের বিনিময়ে বঙ্গবন্ধুর ঘাতক এবং জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত খন্দকার মোশতাকের ভাগ্নেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল। তৃণমূলে ক্ষোভ দেখা দিলে ওই ব্যক্তিকে পরবর্তীতে বাদ দেয়া হয়েছে’-গতকাল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন থেকে এমন অভিযোগ আনা হয়েছে।
 
মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়মসহ নানা অভিযোগ জানাতে আহূত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘সর্বশেষ জুন মাসে (সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ভাবে) নতুন সংযোজিত বর্তমান কমিটিতে খুনি খন্দকার মোশতাকের আত্মীয়কে ২৫ হাজার ডলারের বিনিময়ে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীতে নেতা-কর্মীদের রোষানলে পড়ে অব্যাহতি প্রদান করতে বাধ্য হন।’ এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে দফতর সম্পাদক উল্লেখ করেন, ‘এই লোকটি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রশিবিরের ঘনিষ্ঠ ছিলেন। বহু বছর যাবত নিউইয়র্কে বসবাস করলেও কখনোই তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা যায়নি। হঠাৎ করে তাকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। এভাবেই সভাপতি অনিয়ম-অনাচারে রেকর্ড সৃষ্টি করেছেন।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত নেতা-কর্মীর সমন্বয়ে নতুন কমিটির দাবিতে সোচ্চার গ্রুপের এই সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যকালে সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. প্রদীপ কর উল্লেখ করেন, ‘জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্যে সভাপতি শেখ হাসিনা আসছেন। তার উপস্থিতিতেই আমরা কাউন্সিল অধিবেশন চাই। এবং নতুন নেতা চাই।’ উল্লেখ্য, ৩ বছরের জন্যে অনুমোদিত কমিটির বর্তমান বয়স ৮ বছর। এজন্য সকলেই নতুন কমিটির দাবিতে সোচ্চার হয়েছেন। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, কায়কোবাদ খান, শরিফ কামরুল হীরা, এম এ জলিল, মিজানুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King