বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউল আহসান এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে ইং-১৮/০৮/২০১৯ তারিখ রাত আনুমানিক ১০.৩৭ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানার এসআই(নিঃ) মোঃ খলিলুর রহমান মুলাদী থানাধীন মুলাদী বন্দর মধ্যে বাজারস্থ শান্তি জুয়েলার্স এর দোকান ঘর হইতে শান্তি রঞ্জন দাস(৪৮) পিতা-মধু দাস, সাং-তেরচর ০৬ নং ওয়ার্ড প্রোপাইটর মুলাদী থানাধীন মধ্যে বাজারস্থ শান্তি জুয়েলার্স, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা-বরিশাল এক বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন।