সম্প্রতি অসুস্থ মায়ের জন্য আমেরিকা থেকে দেশে ফিরলেন এই অভিনেত্রী।
তার মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই সংবাদ পেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন এই তারকা।
গত ৯ অক্টোবর ঢাকায় নামেন শ্রাবন্তী। এখন তিনি আছেন বগুড়ায়, গ্রামের বাড়িতে। তার মা সেখানেই থাকেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তী নিজেই।
এই তারকা গণমাধ্যমকে বলেন, ‘মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। মায়ের অসুখ। তাই মায়ের পাশে থাকতেই দেশে ফেরা।’
জানা যায়, তার মা এখন বগুড়ার বারডেম হাসপাতালে আছেন। গতকাল (১১ অক্টোবর) তাকে সেখানে ভর্তি করা হয়েছে।