1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়েছেন পৃথ্বীরাজ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৯৬ বার পঠিত

মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

৭ অক্টোবর থেকে দিজো জোসে অ্যান্থনির ‘জন গণ মন’ সিনেমার শুটিং করছিলেন পৃথ্বীরাজ। সম্প্রতি টিমের কয়েকজন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় তিনি নিজেও টেস্ট করান। তার রিপোর্টও পজিটিভ আসে।

টুইটারে তিনি লিখেছেন, “হ্যালো সবাই! আমি দিজো জোসে অ্যান্থনির ‘জন গণ মন’ ছবির শুটিং করছিলাম ৭ অক্টোবর থেকে। করোনার কারণে সকল স্বাস্থ্যবিধি মেনেই শুটিং চলছিল। শুটিং শুরুর আগে সবার টেস্ট করানো হয়েছে, শেষ হওয়ার পরেও সবার টেস্ট করানো হয়েছে। এতে কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে এবং আমি আইসোলেশনে যাই। আমার কোনো উপসর্গ নেই এবং শরীর ভালো আছে। আমার সঙ্গে যাদের সম্প্রতি দেখা হয়েছে তাদের অনুরোধ করছি আইসোলেটেড থাকার জন্য এবং টেস্ট করানোর জন্য। আশা করছি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবো।”

লকডাউনের আগে পৃথ্বীরাজ জর্ডানে ‘আদুজিভিথাম’ ছবির শুটিং করছিলেন। করোনা পরিস্থিতির কারণে মে মাসে তাদের ফিরে আসতে হয়। এরপর পুরো টিমের করোনা টেস্ট করানো হয় এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King