সারাবিশ্ব ভ্যাকসিন তৈরিতে জোর চেষ্টা চালাচ্ছে ৷ দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা৷
ভারতের হায়দরাবাদের একটি সংস্থা ‘ভারত বায়োটেক’ করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেছে৷ ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ৩ থেকে ৬ মাস ট্রায়াল চলার পর যদি সফল হয়ে যায়, তা হলে ভারতে করোনাভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে৷
গবেষকরা বলছেন, ট্রায়াল চলার পর যদি সফল হয় তাহলে এই বছরের শেষের দিকেই ভ্যাকসিন চলে আসবে৷
গবেষকদের রিপোর্ট অনুযায়ী, এই ভ্যাকসিনটি মুখে নয়, নাকে ড্রপ দেওয়া হবে৷ এক ফোঁটাতেই কাজ হবে৷ ‘কোরোফ্লু’ নামের এই ভ্যাকসিন করোনা ছাড়াও অন্যান্য ফ্লু- এর ক্ষেত্রে কাজ করবে৷
ভারত বায়োটেক-এর সিএমডি কৃষ্ণা ইলা জানান, ‘করোনাভাইরাস নাক দিয়েই শরীর ভিতরে প্রবেশ করে৷ তারপর বুকে বাসা বাঁধে৷ ধীরে ধীরে গোটা শরীরে সংক্রমণ হয়৷ তাই ভ্যাকসিনটি নাকে ড্রপ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে৷’
কীভাবে তৈরি করা হল ভ্যাকসিনটি এই প্রশ্নের জবাবে গবেষকরা বলেন, এমন ভাবে ভ্যাকসিনটি তৈরি, করোনা ছাড়াও অন্য ফ্লু-ও প্রতিরোধ করবে৷ একটি বোতলে ১৫ থেকে ২০ ড্রপ থাকবে৷ একটি বোতলে অল্প পরিমাণে থাকলে, ডেলিভারি দিতেও সুবিধা হয়৷ ভ্যাকসিনটি ট্রায়ালে সফল হলে ৩০ কোটি ভ্যাকসিন তৈরি করা হবে বলেও জানানো হয়েছে৷
‘ভারত বায়োটেক’ এর আগেও হাইরিস্ক প্যান্ডেমিক ভ্যাকসিন তৈরি করেছিলো৷ H1N1 ফ্লু, চিকুনগুনিয়া, টাইফয়েডসহ ১৬ ধরনের ভ্যাকসিন তৈরি করেছে তারা৷
তথ্যসূত্র: সিএনএন