সংবাদবাংলা ডেস্ক:- প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নির্মিত হয় প্রায় ৫০০ এর বেশি নাটক। তবে এবারের ঈদটা একটু ভিন্ন। দেশের করোনা পরিস্থিতিতে ২২ মার্চ থেকে বন্ধ আছে টিভি নাটকের শুটিং। সেকারণে ঈদ উপলক্ষ্যে সেভাবে নির্মিত হয়নি কোন নাটক।
তবে এমন পরিস্থিতির মধ্যেও ঈদুল ফিতরে ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ২৭ নাটক নিয়ে। যদিও এসব নাটকের শুটিং শেষ হয়েছে মার্চের মাঝামাঝি সময়ে।
এবারের ঈদের নাটক প্রসঙ্গে অপূর্ব সংবাদ বাংলাকে বলেন, করোনা পরিস্থিতিতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি শুরু থেকে। এরমধ্যে কোন কাজে অংশ নেয়নি। করোনার আগে প্রায় অনেক কাজ করেছি সেগুলো থেকে বেশিরভাগ নাটক এই ঈদে প্রচারে আসছে। তবে কতগুলো কাজ প্রচার হচ্ছে সেই সঠিক তথ্য আপাতত আমার কাছে নেই। দর্শকদের কাছে অনুরোধ নিয়ম মেনে ঘরে থাকুন।