কোভিড-১৯ নেগেটিভ হওয়ার পর তিনি সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করেন যেখানে তাকে মাস্কসহ বা মাস্ক ছাড়া নাচতে দেখা গেছে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেছে।
অর্জুন কাপুর বলেন, “আমি এখন কোভিড নেগেটিভ। কিন্তু একে হেলাফেলা করার কিছু নেই। এই ভাইরাস আসলেই সিরিয়াস রকমের ক্ষতির কারণ হতে পারে।”
তিনি তার চিকিৎসকদের ধন্যবাদ জানান। এবং তার সকল ভক্তদের মাস্ক পরার অনুরোধ করেন।
অর্জুন রিপোর্ট পেয়েই মালাইকা অরোরার বাসায় পৌঁছে যান সুখবর জানাতে। মালাইকাও কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। এখন তিনিও কোভিড-মুক্ত।
মালাইকার বাসার সামনেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর।
অর্জুন কাপুর আরও জানালেন, শুটিং-এ ফিরছেন তিনি।
রাকুলপ্রীত সিং-এর সঙ্গে এই নতুন ছবিটি সীমান্ত এলাকার প্রেমের চিত্রনাট্যে তৈরি। শুটিং-এ ফিরে ‘হ্যাপি প্লেস’ বলে আখ্যায়িত করেন এই অভিনেতা।