1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

কবে নিয়ন্ত্রনে আসবে করোনা জানালো এই ডাক্তার!

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩২০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ১৯৯টি দেশ। বিশ্বে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। হতাশাগ্রস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। তবে এ নিয়ে আশার কথা জানালেন চীনের স্বনামধন্য শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান। চীনের এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এপ্রিলের শেষের দিকেই নিয়ন্ত্রণে চলে আসবে কোভিড-১৯।’

জুং নানশান বলেন, ‘করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে, চলতি মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।’ তবে আগামী বসন্তে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বাধীন দল করোনাকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রাণী থেকে মানুষের শরীরে ভাইরাসটির প্রথম সংক্রমণ ঘটে। এরপর মাত্র তিন মাসের ব্যবধানে এই বিপুলসংখ্যক মানুষকে প্রাণ হারাতে দেখল বিশ্ব। এরই মধ্যে রেকর্ডসংখ্যক মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। সংক্রমিতের সংখ্যা ১০ লাখ পেরিয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King