নিজস্ব প্রতিবেদক :- প্রায় দুই বছর পর আবারও ভক্তদের মাঝে নতুন গান নিয়ে আসতে চলেছেন সংগীতশিল্পী পিংকি ইসলাম। গত সপ্তাহে নতুন গানে কণ্ঠ দিয়েছেন বলে জানা যায়।
নতুন এই গানটির কথা লিখেছেন এ. মিজান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন “বেলাল খান”। নতুন এই গানটির নাম “ফাঁকি”। সম্প্রতি বেলাল খানের সঙ্গে এই গানের বিষয়ে কথা বললে, তিনি জানান পিংকি অনেক ভালো গান করে।
পিংকির নতুন গানের জন্য অনেক শুভ কামনা রইল। তিনি আরো জানান গানটি মেলোডি, ফোক এবং ক্লাসিকাল সংমিশ্রণের এক ভিন্নধর্মী গান।
সংগীত শিল্পী পিংকি ইসলাম আমাদেরকে জানান, অনেকদিন ধরেই ভাবছিলাম নতুন গান করবো। ভালো কিছু করার চেষ্টা থাকায় একটু দেরী হয়ে গেল। ভক্তদের ভালোবাসায়,তাই আমি আবারও আমার নতুন গান নিয়ে ফিরে আসতে চলেছি।