সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাপার মনোনয়ন ফরম কিনেছেন তার ভাগনি মেহেজেবুন নেছা টুম্পা।
এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হয়। এই আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় পার্টির (জাপা) বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের পক্ষে ফরম সংগ্রহ করেন তার বড় ভাই ও দলের সাংসদ আজিজুর রহমান।
এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের কন্যা। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।
এরশাদের ওই আসনের জন্য এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। অন্য দু’টি ফরম নিয়েছেন, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।
গত রবিবার থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি করছে। এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। অন্য দু’টি ফরম নিয়েছেন, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।
উল্লেখ্য, মেহেজেবুন নেছা টুম্পা জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক।