বিদেশি ছেলেদের পটাতে যেন উস্তাদ ভারতীয় মেয়েরা। শোয়েব মালিক-সানিয়া মির্জার সংসারের খবর তো সবাই-ই জানেন। কদিন আগেই দুবাইয়ে মহা ধুমধাম করে হয়ে গেল আরেক পাকিস্তানি-পেসার হাসান আলির বিয়ে। কনে ভারতীয় কন্যা শামিয়া আরজু।
এবার তাদের দেখানো পথে বোধ হয় ভারতের ‘জামাই’ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ভারতীয় এক কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তিনি।