বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ না করেই শ্রমিকদের ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাসা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। কর্মস্থল ত্যাগ করতে মারধর করা হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। তাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক আটকিয়ে তারা এ বিক্ষোভ শুরু করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযোগ উঠেছে, কোনো কারণ ছাড়াই নাসা মেইন ল্যান্ড গার্মেন্টসে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। সেই সঙ্গে বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া দাবিতে বুধবার থেকে রাজপথে অবস্থান নিয়েছেন। আজ সকালেও তারা রাস্তায় নেমে আসেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।
এদিকে শ্রমিকরা গার্মেন্ট মালিকের সন্ধান চাইছেন। মালিককে পাওয়া যাচ্ছে না। তার নির্দেশেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করছেন আন্দোলনরত শ্রমিকরা।