একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে বর্ষাকাল। পেটের সংক্রমণও বাড়ছে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোও জরুরি। দূরে রাখতে হবে ক্রনিক সমস্যাগুলোকেও। তবে থাকতে এখন নিয়মিত ফল খাওয়া প্রয়োজন, এ কথা সবাই জানি। এখন সব রকম পুষ্টিগুণ পেতে, পেট পরিষ্কার রাখতে পারে একটি ফল। সেটি হলো আনারস।
কিন্তু কেন আনারস খেতে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিজ্ঞানীরা?কারণ আনারসে রয়েছে রোগ প্রতিরোধী অ্যান্টি-অক্সিড্যান্ট। যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমায়। করোনা আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও কো-মর্বিড ফ্যাক্টরগুলো নিয়ে বার বার সতর্ক করছেন চিকিৎসকরা। এ ছাড়াও লকডাউনে ওজনও অনেকটাই বেড়ে গিয়েছে। তাই লো ক্যালোরিযুক্ত এই ফল খেলে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।
এছাড়া এই ফলে প্রচুর ফাইবার থাকার কারণে পেটের পক্ষেও এটি উপকারী। ভিটামিন সি, পটাসিয়ামে ভরপুর এই ফল হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উপকারী। তাই রোগ নিয়ন্ত্রণও সম্ভব হবে।এই ফলে অনেকগুলো ডাইজেসটিভ এনজাইম বা পাচক উৎসেচক থাকে। এগুলোকে বলা হয় ‘ব্রোমেলেইন’।
কী পরিমাণ, কতটা খাবেন আনারস?
সূত্র- আনন্দবাজার পত্রিকা।