জনপ্রিয় টলিউড অভিনেত্রী পায়েল সরকারের অভিনয়ে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রতিটি সিনেমায় বা ওয়েব সিরিজেই তিনি স্বকীয়তা দেখিয়ে ‘ঝড়’ তোলেন। এবার সেই ঝড়ের খানিকটা এসে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বাঙালি এ নায়িকা। তার ছবি ঘিরেই টলিউড এখন আলোচনায় মুখর।
উন্মুক্ত শার্ট, সম্প্রতি এভাবেই ‘হট’ ফটোশ্যুটে ধরা দিলেন এই অভিনেত্রী। তিনি নিজেই সেই ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন। টলিউডের প্রথম সারির নায়িকা পায়েলকে সম্প্রতি ‘হইচই’-এর ‘মিসম্যাচ’ওয়েব সিরিজে দেখা গিয়েছে। খুব শীঘ্রই রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতেও দেখা যাবে পায়েল সরকারকে।
অভিজিৎ গুহর ‘শুধু তুম’ ছবি দিয়ে বাংলা ছবিতে কাজ শুরু করেছিলেন পায়েল সরকার। তবে পায়েল জনপ্রিয় হয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ বা ‘আই লাভ ইউ’, ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ ছবিগুলির মাধ্যমে।
যদিও পায়েলের এই ফটোশ্যুটের সঙ্গে তার প্রথম দিকের ছবিগুলোর সেই মিষ্টি মেয়ের লুকের কোনো মিলই আপনি খুঁজে পাবেন না।