জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডমিঙ্গো। বুধবার তিনি বাংলাদেশে আসবেন। কোচিং স্টাফে আরও আছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট এবং ব্যাটিং কোচ হিসেবে আগে থেকেই আছেন নিল ম্যাকেঞ্জি। দলের জন্য এই পরিপূর্ণ প্যাকেজকে বেশ কার্যকর বলে মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এই কোচিং প্যানেলকে ‘হাই প্রোফাইল’ হিসেবে আখ্যা দিয়েছেন।
রাসেল ডমিঙ্গোকে নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই প্রথম তার সঙ্গে সরাসরি কথা হবে। আমরা সবাই খুব রোমাঞ্চিত। তিনি যখন আসবেন তখন যেন দল হিসেবে সব ভালোভাবে করতে পারি সেদিকে তাকিয়ে আছি। তিনি অনেক অভিজ্ঞ কোচ। দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন অনেক দিন। অবশ্যই পেশাগত দিক থেকে এবং সাফল্যের দিক থেকে বেশ সমৃদ্ধ। আশা করি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।’
আগে থেকেই ম্যাকেঞ্জির বিরাট ভক্ত মাহমুদউল্লাহ। এছাড়া ল্যাঙ্গাভেল্টের প্রশংসাও শোনা গেল তার মুখে, ‘ম্যাকেঞ্জির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি। তিনি অসাধারণ একজন ব্যাটিং কোচ। তার কিছু কিছু আইডিয়া ও তথ্য আমার ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক হয়। ল্যাঙ্গাভেল্ট মানুষ হিসেবে অসাধারণ। আর তার ক্যারিয়ারই বলে দেয় তিনি কত ভালো বোলার ছিলেন। এখন আমাদের কোচিং প্যানেল খুবই হাই-প্রোফাইল। তাদের কাছ থেকে আমাদের সর্বোচ্চটা নিতে হবে।’