অভিনেত্রী অমলা পাল ‘আদাই’ নামের একটি ছবিতে একজন ধর্ষিতার চরিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এ অভিনেত্রী। আর নেট দুনিয়াতে তো সেই ছবির খোলামেলা দৃশ্যের কারণে রীতিমতো ভাইরাল তিনি।
এবার সেই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এ অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমলা পাল বলেন, ‘ছবিটির শুটিং করার আগেই পরিচালক জানিয়েছিলেন যে গায়ে এক ধরনের সূক্ষ্ম পোশাক থাকবে। আমি তখন তাকে বলি, এ নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। কিন্তু পরে পরিচালক কথা রাখেননি।’
অমলা পাল আরও বলেন, ‘শুটিংয়ে কী হবে তা নিয়ে আমি আমি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। যেটা নিয়ে ভয় ছিল তাই হলো! আমাকে এক প্রকার নগ্ন করেছিলেন পরিচালক। তখন ভাবছিলাম– কী হতে চলেছে সেটে, কীভাবে শুট হবে, কে কে থাকবে? শুটিংয়ের সময় ঘরে ১৫ জন লোক ছিলেন।’
অভিনেত্রী জানান, সাহসী এইসব দৃশ্য ধারণের সময় তার শরীরে একটি সুতাও ছিল না। তবে তিনি এখন এই ভেবে তৃপ্ত যে, এইসবের জন্যই জনপ্রিয়তা পায় ‘আদাই’ ছবিটি।
ছবির খোলামেলা দৃশ্যগুলো সোস্যাল মিডিয়ায় ভাইরাল না হলে ছবিটি ফ্লপের তালিকাতেই থাকত হয়তো, মন্তব্য এ অভিনেত্রীর।