৭৮ বছরে পা দিতে যাচ্ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আগামী ১১ অক্টোবর ৭৮তম জন্মদিনের কেক কাটবেন বিগ বি।
কিন্তু ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে কোনো ধুমধাম আয়োজন থাকছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন। বিশেষ এই দিনটি বাড়িতে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন তিনি।
বর্তমানে অমিতাভ বচ্চন ব্যস্ত রয়েছেন ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্ব নিয়ে। কিন্তু ১১ অক্টোবর কোনো শুটিংয়ের কাজ রাখা হবে না বলেও জানিয়েছেন তিনি।