করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর আবারো সরব হচ্ছে দেশের মঞ্চ নাটক। এরইমধ্যে বেশ কয়েকটি শো হয়ে গেছে মঞ্চে। তবে এখনো পুরোপুরি আগের আমেজে ফিরেনি। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার পর এখন হয়তো আবারো পুরনো আমেজে ফিরবে দেশের মঞ্চ প্রাঙ্গণ। আগস্ট মাসের শেষ সপ্তাহে মহিলা সমিতি মিলনায়তনে ‘লাল জমিন’ নাটকের প্রদর্শনীর মাধ্যমে বিরতি ভাঙ্গে মঞ্চ নাটক। এবার নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে আসছে ঐতিহ্যবাহী নাট্যদল ঢাকা থিয়েটার। চলতি মাসেই মঞ্চে আসছে দলটির নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
আগামী ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। একই ভেন্যুতে ৩১ অক্টোবর হবে দ্বিতীয় প্রদর্শনী।
‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ ঢাকা থিয়েটারের ৪৯তম প্রযোজনা। নাটকটি লিখেছেন আনন জামান। নির্দেশনায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম। প্রযোজনাটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন আফজাল হোসেন। পোশাক পরিকল্পনা করছেন রোজী সিদ্দিকী। মিউজিক কম্পোজ করেছেন রাহুল আনন্দ। আলোক পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ।
নাটকটি প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘মঞ্চ আমাদের প্রাণকেন্দ্র। জীবন থেকে মঞ্চের বিরতি মানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। করোনার ভয়াবহ পরিস্থিতির পর এখন আবারো শুরু হয়েছে নাটক মঞ্চায়ন। যদিও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার কারণে লোক সমাগম নির্দিষ্ট করা হয়েছে। তবুও কাজ শুরু করতে পেরেছি আমরা। নিউ নরমাল পরিস্থিতিতে এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়েই মঞ্চস্থ হবে নাটকটি। করোনাকালের ভীতিকর পরিবেশ চলাকালে দুই বছর আগে লেখা নাটকটি নিয়ে আমাদের কাজ শুরু হয়। প্রথমদিকে অনলাইনে নাটকটির মহড়া শুরু করি। এরপর মহামারির প্রকোপ কিছুটা কমে এলে শুরু হয় সরাসরি মহড়া। ঢাকা থিয়েটারের নিবেদিত প্রাণ নাট্যকর্মীদের প্রচেষ্টার ফসল হিসেবে এ মাসেই প্রযোজনাটি দুটি প্রদর্শনী হবে। আশা করছি দর্শকের ভাল সাড়া পাব। আমরা নিজেরাও অপেক্ষায় আছি কবে আবার মঞ্চে আলো জ্বলবে।’