1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
বুধবার, ২৯ জুন ২০২২, ০৬:১৭ পূর্বাহ্ন

অক্ষয় ভক্তদের জন্য ডাবল ধামাকা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৪৩ বার পঠিত

সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া এবং বলিউডের মাদককাণ্ডে তারকাদের নিয়ে প্রতিদিনই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করছে ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন অক্ষয় কুমার।

একইসঙ্গে তিনি ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তারা যেনো প্রত্যেককে এক নজরে না দেখেন। একজনের দোষের জন্য যেনো সবাইকে এক পাল্লায় না মাপে।

সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর টিজার প্রকাশ করে এর মুক্তি তারিখ জানিয়েছেন অক্ষয় কুমার। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ৯ অক্টোবর প্রকাশ পাবে এর ট্রেলার।

এরইমধ্যে আরেক ছবি ‘বেল বটম’-এর শুটিং শেষ করে সম্প্রতি স্কটল্যান্ড থেকে মুম্বাই ফিরেছেন অক্ষয় কুমার। আজ (০৫ অক্টোবর) প্রকাশ পেয়েছে এর টিজার।

এদিকে, করোনাভাইরাসের কারণে এরইমধ্যে বলিউডের বেশ কয়েকটি ছবি কাজ ও মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। কিন্তু ‘বেল বটম’ হচ্ছে প্রথম ছবি যেটির মুক্তির তারিখ পেছানো হয়নি। ২০২১ সালের ২ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে এটি।

শুধু নির্ধারিত তারিখ নয়, এটি হতে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম ছবি যেটি সিনেমা হল খোলার পর মুক্তি পাবে।

‘বেল বটম’-এ অক্ষয় কুমারের পাশাপাশি আরও দেখা যাবে হুমা কুরেশি ও লারা দত্ত।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King